কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় কৃষি উৎপাদন বৃদ্ধি ও পুনর্বাসন কর্মসূচির আওতায় ৮০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে আমন জাতের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে বুধবার (২৬ জুন) উপজেলা পরিষদ চত্ত্বরে আয়োজিত অনুষ্ঠানে ইউএনও বিল্লাল হোসেন প্রধান অতিথি থেকে কৃষকদের হাতে বীজ ও সার তুলে দেন।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, ২০২৪-২০২৫ অর্থ বছরের আমন মৌসুমে আবাদ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রনোদনা কর্মসূচির আওতায় উপজেলার ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভার ৮০০ প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে আমন ২৮/২৯ বীজ ও সার বিতরণ করা হয়েছে।
এসময় উপজেলা মহিলা ভাই চেয়ারম্যান শামসুন্নাহার আপেল ও উপজেলা কৃষি অফিসার নূর-ই-আলম ইউপির চেয়ারম্যান ও মেম্বাররা উপস্থিত ছিলেন।
টিএইচ